Saturday, April 2, 2016

ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাজ কোং আসছে এ আর খান-১




মনে পরে সেই দ্বীপরাজের কথা । হয়তো আজ বহু বিলাসবহুল লঞ্চের কাছে নিতান্তই তুচ্ছ । কিন্তু এক সময়ের রাজা ছিল এই দ্বীপরাজ । করত চন্দ্রদ্বীপে রাজ । নানান বাধায় লঞ্চ বিজনেস থেকে দ্বীপরাজ কোং মুখ ফিরিয়ের নেয়ার কারনেই অনেক বছর ধরে আসছিলো না নতুন কোন লঞ্চ । দ্বীপরাজ-১ বরিশালে আর দ্বীপরাজ-২ পুটুয়াখালীতে সার্ভিস দিয়ে আসছিলো তবে লঞ্চ প্রেমিকদের জন্য আসার বানী হচ্ছে এই কোং নতুন লঞ্চ হয়ে আসছে এ আর খান-১ যা দেয়া হবে পুটুয়াখালী রুটে । ইতিমধ্যে বডি শেপ এর কাজ শেষ এবার শুধু ভিতরের কাজ আর জলে ভাসানোর পালা ।

এম.ভি. ফারহান-৯ এবং এম.ভি. ফারহান-১০



ফারহান নেভিগেশন এর নতুন সদস্য আসছে এমভি ফারহান ৯ এবং ১০ । তবে বরাবর এর মত এবার ও ফারহান লঞ্চ দুটি আকারে বড় হচ্ছে না ।  

'প' তে পারাবত , পারাবত ঐ আসছে তেরে



বাংলাদেশের আধুনিক লঞ্চ যুগের সগর্বে টিকে থাকা লঞ্চ হচ্ছে পারাবত । ঢাকা বরিশাল , ঢাকা ভানডারিয়া রুট কাঁপানো লঞ্চ হচ্ছে এই পারাবত । বর্তমানে অন্যান্য লঞ্চ কোম্পানির গুলোর সাথে টেক্কা দিতে তাই আব্দুল মান্নান শিপিং কোং নিয়ে আসছে পারাবতদের নতুন সহোদর পারাবত-১২ । ২০১৫ সালের দিকেই এর পানিতে নামানো বাহিরের রঙ এর কাজ শেষ হলেও এখন রয়ে গেছে ভিতরের বেশ কিছু কাজ । তাই এই এপ্রিল মাসেও হয়ত দেখা যাবে না এই জায়ান্টকে ।

ভোলাবাসির সপ্নের ক্রিস্টাল ক্রুজ



অপেক্ষার পালা প্রায় শেষের পথে । খুব তারাতারি ঢাকা ভোলা ঢাকা নৌপথ কাঁপাতে নামছে এমভি ক্রিস্টাল ক্রুজ । শুধু ভোলা নৌ রুটেই নয় বাংলাদেশের সকল রুটের মধ্যে সব চাইতে বিলাস বহুল নৌযান হতে চলছে এটি ।  

Thursday, March 31, 2016

আসছে সুন্দরবন ১০




খুব তারাতারি বরিশালের নদীপথ শাসনে নামছে সুন্দরবন-১০ । এটি সুন্দুরবন সিরিজের সব চেয়ে বড় এবং বিলাসবহুল লঞ্চ । 





 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Macys Printable Coupons