Saturday, April 2, 2016

ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাজ কোং আসছে এ আর খান-১




মনে পরে সেই দ্বীপরাজের কথা । হয়তো আজ বহু বিলাসবহুল লঞ্চের কাছে নিতান্তই তুচ্ছ । কিন্তু এক সময়ের রাজা ছিল এই দ্বীপরাজ । করত চন্দ্রদ্বীপে রাজ । নানান বাধায় লঞ্চ বিজনেস থেকে দ্বীপরাজ কোং মুখ ফিরিয়ের নেয়ার কারনেই অনেক বছর ধরে আসছিলো না নতুন কোন লঞ্চ । দ্বীপরাজ-১ বরিশালে আর দ্বীপরাজ-২ পুটুয়াখালীতে সার্ভিস দিয়ে আসছিলো তবে লঞ্চ প্রেমিকদের জন্য আসার বানী হচ্ছে এই কোং নতুন লঞ্চ হয়ে আসছে এ আর খান-১ যা দেয়া হবে পুটুয়াখালী রুটে । ইতিমধ্যে বডি শেপ এর কাজ শেষ এবার শুধু ভিতরের কাজ আর জলে ভাসানোর পালা ।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Macys Printable Coupons